
সানি লিয়নের শরীরে ছেড়ে দেওয়া হল আস্ত সাপ! তারপর…(ভিডিও)
চলছিল একটি সিনেমার শুটিং। তারই ফাঁকে একবার স্ক্রিপ্ট হাতে ঝালিয়ে নেওয়ার পালা। সঙ্গে চেয়ারে বসে একটু জিরেয়ে নেওয়াও। কিন্তু কে জানতো এমন একটা পরিস্থিতি বলিউড অভিনেত্রী সানি লিয়নের জন্য অপেক্ষা করে আছে। তাঁর সামনে হাজির একটি আস্ত সাপ। তারপর?
‘তেরা ইন্তেজার’ সিনেমাতে আরবাজ খানের বিপরীতে অভিনয় করছেন সানি। মুম্বইয়ে চলছিল তারই শুটিং। সেখানে স্ক্রিপ্ট পড়ার সময় হঠাত্ই তিনি বুঝতে পারে চোখের সামনে লম্বা মতো একটা কিছু ঝুলছে। চোখ পড়তেই দেখেন একটি সাপ!
তাকানোর সঙ্গে সঙ্গে সাপটি তাঁর গায়ে এসে পড়ে। মুহূর্তের মধ্যে টের পান সাপটি আসল নয়। বরং তার সঙ্গে সেটে উপস্থিত সদস্যরা মজা করার জন্য ওই নকল সাপটিকে নিয়ে এসেছিলেন। রেগে গিয়ে রীতিমতো তাড়া করেন তাঁদের। যদিও, মজার ছলেই গোটা ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন সানি।
My team played a prank on me on set!! Mofos!! @yofrankay and @tomas_moucka pic.twitter.com/QwZCPf1wC0
— Sunny Leone (@SunnyLeone) November 25, 2017