182481

থানায় নারী পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ

সাভার থানার এক নারী পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সাভার মডেল থানার ভেতরে পুলিশ কোয়ার্টারে এসআই তাহমিনা আক্তারের (৩২) লাশ তার বাসা থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। সাভার থানার এডিশনাল এসপি মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। দুই সন্তান ও স্বামীসহ তিনি ওই কোয়ার্টারে বসবাস করতেন। এক সন্তানের বয়স মাত্র দুই মাস।

এ ঘটনার পর থানায় জনসাধারণের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির। তাহমিনার মৃত্যুর ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

শনিবার রাত ৯টার দিকে তিনি আত্মহত্যা করেছেন খবার পাওয়ার পর তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
তিনি বলেন, এই মুহূর্তে আত্মহত্যার মূল কারণ জানা যায়নি। তবে লাশটি পোস্টমর্টমের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

তিনি বলেন, আত্মহত্যার সময় তার স্বামী মোবারক হোসেন বাসায় ছিলেন। তিনি একটি রিয়েল এস্টেট ফার্মে চাকরি করতেন।

সাভার থানার ওসি তদন্ত মো. আবুল বাশার যুগান্তরকে জানান, নিহত এসআই তাহমিনা দুই সন্তানের জননী ছিলেন। একজন ৫ বছর অন্যজন মাত্র ২ মাসের শিশু। তিনি ২য় সন্তান জন্মের জন্য ৬ মাসের ছুটিতে ছিলেন এবং আগামী ১৫ ডিসেম্বর ছুটি শেষে এই থানায় কর্মস্থলে যোগ দেয়ার কথা ছিল। উৎস : যুগান্তর।

ad

পাঠকের মতামত