182645

চলন্ত গাড়িতে উদ্দাম যৌনতায় মত্ত যুগল, সড়ক দুর্ঘটনায় করুণ পরিণতি!

নিজেদের গাড়ি। স্থানটা ছিল নির্জন। পাশে বসেছিলেন স্ত্রী। আর ব্যাকসিটে ছিল এক সন্তান। নির্জন স্থানে স্বামীর লোলুপ দৃষ্টি পড়ে পাশে বসে থাকা স্ত্রীর উপর। স্ত্রীও দেন তার ইশারায় সারা। আর তখন সঙ্গমে মেতে উঠেন দম্পতি। কিন্তু সঙ্গম নেশা এমন পর্যায়ে পৌঁছে যে, তাদের গাড়ি কোথায় যাচ্ছে তা খেয়াল ছিল না। তাদের বেখেয়ালি নেশার ফলাফল হয় মর্মান্তিক। ঘটে সড়ক দুর্ঘটনা। সঙ্গমরত অবস্থায় স্বামী-স্ত্রী দুইজনেই মারাত্মকভাবে আহত হয়েছেন। আর চলন্ত গাড়িতে যৌনতার কারণে স্বামীকে আটক করেছে স্থানীয় পুলিশ। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।

মাইকেল টনকিন (২৩) নামের ওই স্বামীর সাথে ডেইজি লারুককে সম্পূর্ণ নগ্ন অবস্থায় আটক করে স্থানীয় পুলিশ। তবে পেছনের ব্যাক সিটে থাকা শিশুটির কোন ক্ষতি হয়নি। খবর ডেইলি মিরর অনলাইন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চলন্ত গাড়িতে যৌনতায় সড়ক দুর্ঘটনার পর ওই দম্পতি দ্রুত পোশাক পড়ে পালিয়ে যেতে চায় যাতে পুলিশ না দেখে ফেলে। কিন্তু এর আগেই পুলিশ তাদের দেখে ফেলে এবং নগ্ন অবস্থায় আটক করে। তবে তাদের তিন মাসের বাচ্চাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, চলন্ত গাড়িতে উদ্দাম যৌনতায় অভিযুক্ত হলে মাইকেল টনকিনের চার মাসের জেল হতে পারে। তাছাড়া তার জরিমানাও করা হতে পারে জানান পুলিশের এক কর্মকর্তা।

প্রসঙ্গত, মাইকেল টনকিনকে হাসপাতাল থেকে কারগারে স্থানান্তর করা হয়েছে। তবে ডেইজি লারুক এখনও হাসপাতালে ভর্তি। লারুককেও জরিমানা করা হতে পারে।

ad

পাঠকের মতামত