182373

চিটাগং ভাইকিংসের লড়াকু স্কোর

ঘরের মাঠে শুক্রবার প্রথম ম্যাচে ২১১ রান তুলে দাপটের সঙ্গে জিতেছিল চিটাগং ভাইকিংস। আজ রংপুর রাইডার্স বোলারদের দাপটে তাদের স্কোর বহুদূর গেল না।

তবে যা হলো তা একেবারে কমও না। ভ্যান জাইলের ৬৮ রান, সৌম্য সরকারের ৩০ রানসহ ছোটখাট অবদানে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান তুলেছে চিটাগং। স্বাগতিক দলকে আজ নেতৃত্ব দিচ্ছেন এনামুল হক বিজয়। একাদশে নেই নিয়মিত অধিনায়ক মিসবাহ।
আজ শনিবার জহুর আহমেদ চৌধুরী আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে চিটাগংকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রংপুর রাইডার্স। লুক রনচি আর সৌম্য সরকার উড়ন্ত সূচনা এনে দেন দলকে। সোহাগ গাজীর প্রথম ওভারেই ১ চার ১ ছক্কায় আসে ১২ রান। তবে দুর্ভাগ্য রনচির; সৌম্য সরকারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে দলীয় ১৩ রানে রান-আউট হয়ে যান তিনি।

এনামুল হক বিজয়কে নিয়ে ব্যাটে ভালোই ঝড় তুলেছিলেন সৌম্য।

তবে রংপুর অধিনায়ক মাশরাফির বলে মালিঙ্গার তালুবন্দি হন ৮ বলে ৭ রান করা বিজয়। ২৬ বলে ২ চার ২ ছক্কায় ৩০ রান করা সৌম্যকে বোল্ড করে দেন নাহিদুল ইসলাম। উইকেটে আসেন গতকালের ‘বিধ্বংসী নায়ক’ সিকান্দার রাজা। মালিঙ্গাকে ছক্কা হাঁকিয়ে ৩০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ভ্যান জাইল।

তবে রাজা আজ আর জ্বলে উঠতে পারেননি। ১৯ বলে ২২ রান করে রুবেল হোসেনের বলে শাহরিয়ার নাফীসের হাতে ধরা পড়েন। তবে আজ বিধ্বংসী হয়ে ওঠেন ভ্যান জাইল। থিসারা পেরেরার বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে করেন ৪০ বলে ৩ বাউন্ডারি আর ৪ ওভার বাউন্ডারিতে ৬৮ রান। লুইস রেইস (১) রান-আউট এবং নাজিবুল্লাহ জাদরান মালিঙ্গার বলে ক্যাচ দেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান তোলে চিটাগং।

ad

পাঠকের মতামত