বাবার কোনো চাওয়া অপূর্ণ নেই: সাব্বির সিদ্দিকী
সব ইচ্ছাই পূরণ করে গেছেন। মারা যাওয়ার আগে শুধু জানিয়েছিলেন তাকে যেন নেত্রকোনার চল্লিশা বাজারের তার নিজের বাউলবাড়িতে দাফন করা হয়।
বাবার ইচ্ছা অনুযায়ী তাকে সেখানেই দাফন করা হবে। কান্না জড়িত কন্ঠে কথাগুলো বলছিলেন বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী।
সাব্বির সিদ্দিকী বলেন, শুক্রবার সকালে বাবার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে। তারপর বাবার ৩২ বছরের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন ভবনে সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নেয়া হবে নেত্রকোনায়।
নেত্রকোনা সরকারি কলেজ মাঠে বাদ আসর তৃতীয় নামাজে জানাজা শেষ তাকে তার নিজের বাউলবাড়িতে দাফন করা হবে। সাব্বির সিদ্দিকী আরও বলেন, বাবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। আর কিছুই চাই না।