
এন্ড্রু কিশোরের মেয়ের মহা ধুমধামের বিয়ে, বরণ্যে তারকাদের ঢল!
ঘটা করে বিয়ে হয়ে গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কন্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মেয়ে মেনেম এন্ড্র সংজ্ঞার। বৃহস্পতিবার রাজধানীর আর্মি গল্ফ ক্লাবে বিয়ের আয়োজন সম্পন্ন হয়। এতে দেশ বরণ্যে শিল্পীদের উপস্থিতি দেখা গেছে। শুক্রবার বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন তার ফেসবুকে বেশকিছু ছবি পোস্ট দেন।
বিয়ের অনুষ্ঠানে খ্যাতিমান সঙ্গীতজ্ঞ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী আলম খান থেকে শুরু করে, রুনা লায়লা, চিত্রনায়ক আলমগীর, মনির খান, গীতিকার কবীর বকুল, দিনাত জাহান মুন্নী, ফুয়াদ নাসের বাবু, রফিকুল ইসলাম, আবিদা সুলতানা, রবিন খান, তপন চৌধুরী, মানিক আহমেদ এবং কবি নুরুল হুদাকে দেখা গেছে।
এন্ড্রু কিশোরের চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু হয় ১৯৭৭ সালে আলম খান সুরারোপিত মেইল ট্রেন চলচ্চিত্রের ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মধ্য দিয়ে। তার রেকর্ডকৃত দ্বিতীয় গান বাদল রহমান পরিচালিত এমিলের গোয়েন্দা বাহিনী চলচ্চিত্রের ‘ধুম ধারাক্কা’। তবে এ জে মিন্টু পরিচালিত ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত প্রতীজ্ঞা চলচ্চিত্রের ‘এক চোর যায় চলে’ গানে প্রথম দর্শক তার গান শুনে এবং গানটি জনপ্রিয়তা লাভ করে। তিনি অন্যান্য প্লেব্যাক গান রেকর্ড করেন যেমন ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘ভালবেসে গেলে শুধু’ এর মতো জনপ্রিয় সব গান।