182036

স্বামী সন্তান নিয়ে আমেরিকায় যেমন আছেন রিয়া…

মডেল ও নৃত্যশিল্পী হিসেবেই মানুষ তাকে বেশি চেনে। তবে অভিনয় শিল্পী হিসেবেও তাকে পর্দায় দেখা গেছে। নিজের ক্যারিয়ার আর জনপ্রিয়তার আগুনে পানি ঢেলে ২০১৩ সাল থেকেই রিয়া আমেরিকা থাকছেন।

বর্তমানে এক সন্তানের মা তিনি। স্বামী ইভান চৌধুরী আর সন্তানকে ঘিরেই এখন তার যত ব্যস্ততা। সম্প্রতি আমেরিকা বেড়াতে গিয়ে ছিলেন ডিজাইনার বিপ্লব সাহা। সেখানে গিয়ে তিনি তার পরিবারসহ দেখা করেন রিয়ার সঙ্গে।

এক সঙ্গে ঘুরে বেড়ান তারা। আর সেইসব মুহূর্তের ছবি শেয়ার করেন ফ্যান-ফলোয়াদের সঙ্গে।তবে শিগগিরই দেশে ফিরছেন না রিয়া। আপাতত আমেরিকাতেই থাকবেন।

আর মডেলিং বা নৃত্যেও খুব শিগগিরই দেখা যাবে না তাকে। সংসারই এখন তার সব।১৯৯২ সালে কোকোলা বিস্কুট-এর বিজ্ঞাপনে প্রথম মডেলিং করেন রিয়া। তার পুরো নাম ফারজানা রিয়া চৌধুরী।

তার বাবা জহুরুল হক চৌধুরী। ২০০৮ সালে মিনহাজ নামের একজন বৈমানিককে বিয়ে করে ছিলেন রিয়া। এরপর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ২০১৩ সালের মার্চে আমেরিকা প্রবাসী সফটওয়ার ইঞ্জিনিয়ার ইভান চৌধুরীকে বিয়ে করেন।

ad

পাঠকের মতামত