
শাকিব-বুবলি রোমান্সে মাতবেন আরেফিন শুভ’র শহরে!
ময়মনসিংহ শহরকে ইতিহাস, ঐতিহ্য আর ব্রহ্মপুত্রের পুরনো শহর বলা হয়। ব্রহ্মপুত্রের বাক বদল দেখলে যে কারোরই মনে হবে যেন, শহরকে যেন ঘিরে রেখেছে ব্রহ্মপুত্র! আর প্রাকৃতিক সৌন্দর্যের এই শহরে এখন অবস্থান করছেন দেশের তারকা অভিনেতা শাকিব খান ও চিত্রনায়িকা বুবলি।
চিত্রনায়ক আরিফিন শুভ’র শহর ময়মনসিংহ, এই শহরেই তিনি বেড়ে উঠেছেন। আর এই শহরে শুটিং করতে এখন সেখানে অবস্থান করছেন তারকা অভিনেতা শাকিব খান। ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ ছবির বাকি শুটিং করতেই তিনি সেখানে রয়েছেন তিনি।
বৃহস্পতিবার সারাদিন ব্রহ্মপুত্রপাড়ে শুটিং সম্পন্ন করেছেন। এমনটাই সংবাদমাধ্যমকে জানালেন ছবির নির্মাতা উত্তম আকাশ।
ময়মনসিংহ সদর থেকে উপজেলা মুক্তাগাছা যেতে পথে জেলখানার একটু সামনে গেলেই দেখা যাবে সুবিশাল অট্টালিকার মতো বানানো আলিশান মহল। য সিলভার ক্যাসেল নামে পরিচিত। এই ক্যাসেলটির বিশেষত্ব হচ্ছে, এটি একবারেই ব্রহ্মপুত্রের পাড় ঘেঁষে নির্মিত। চারদিকে খোলা হাওয়া, বাগান, সৌন্দর্যমন্ডিত পরিবেশ আর পর্যাপ্ত বসার আসন সব মিলিয়ে শুটিং স্পট হিসেবে খুবই চমৎকার। এমনটা জানালেন নির্মাতা নিজেও।
এত শহর থাকতে হঠাৎ এই ব্রহ্মপুত্রের শহরে কেন? এমন প্রশ্ন করলে উত্তম আকাশ জানান, না। সিকুয়েন্স করতেই ময়মনসিংহ এসেছি। বৃহস্পতিবার থেকে এখানে শুটিং শুরু করেছি। আরো দুই বা তিনদিন এখানে লাগবে। তার আগেই আমরা শেষ করার চেষ্টা করবে।
দেশের তারকা অভিনেতা শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী অভিনীত ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিতব্য ছবির গানের রেকর্ডও শুরু হয়েছে। পুরো নোয়াখালির ভাষায় একটি গানে এরইমধ্যে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী কনা। গানের শিরোনাম ‘ওরে ও সুন্দর হোলা আনগো বাই নোয়াখালী বেহা চোহের ইশারা দি মনডা নিলি হারি’।