182061

‘বিকিনি পরার মত শরীর হলে নিজেকে খুলে দিন’

বিকিনি পরা ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ‘ট্রোলড হওয়া কোনও অভিনেত্রীর জন্যই নতুন বিষয় নয়। এবার সেই ট্রোলের শিকার হয়েছেন তাপসী পান্নু। তবে হার মানার পাত্রী তিনি নন। সবাইকে মুখের উপর জবাবও দিয়েছেন তিনি।

তাপসী বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি আপনার যদি বিকিনি পরার মত শরীর হয় আর আপনি যদি আত্মবিশ্বাসী হন তাহলে বিকিনি পরুন নিজেকে উন্মুক্ত করুন। এতে কোনও ভুল নেই।’

কিছুদিন আগে টুইটারে আকাশি বিকিনি পরা ছবি নিয়ে বিতর্কের মুখে পড়েন অভিনেত্রী। এরপর ভারতের আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘টু-পিস পরলেই কেন ভারতীয় সংস্কৃতির বিরোধিতা হয় বুঝি না।

পুরনো দিনে মানুষ খুব কম জামা-কাপড় পরত, অভিনেত্রীরা বিকিনি ব্লাউজ পরত। আর মানুষতো তাদের পূজা করত। হঠাৎ কেন এগুলো ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে চলে গেল!’

সম্প্রতি তাপসীর যে ছবি প্রকাশ পেয়েছে, তারপরের ছবি জুড়ওয়া-২ এর ছবি এটি। এই ছবি নিয়েই ‘সমস্যা’ এক টুইটার ব্যবহারকারীর। টুইটারে তিনি লেখেন, ‘আমাদের দেশে অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা আছে। তাহলে তুমি কেন তোমার বাকি পোশাকটা খুলে ফেলছ না? এটা দেখার পর তোমার ভাই অবশ্যই গর্ব বোধ করবে।’

ভারতের কলকাতা২৪ পত্রিকার খবরে বলা হয়, টুইটটি পরে অবশ্য মুছে ফেলা হয়। কিন্তু ততক্ষণে তাপসীর কানে সেখবর পৌঁছে গেছে। উত্তরে তিনি লেখেন, ‘দু:খিত। ভাই নেই। নাহলে অবশ্যই জিজ্ঞাসা করে জানাতাম। এখনকার মতো বোনের উত্তর চলবে?’

ad

পাঠকের মতামত