
ছাত্রীর হাত টেনে জোরপূর্বক বাথরুমে ঢোকাল যুবক, তবে…
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ভারতের উলুবেড়িয়ায়। সূত্রের খবর, ওই থানার পোস্ট অফিস এলাকার বাসিন্দা এক ছাত্রী যখন প্রাইভেট টিউশন পড়ে বাড়ি ফিরছিল, তখন চেঙ্গাইল করুণাপাড়ার কাছে তার পথ আটকায় এক যুবক।
মেয়েটির মুখ চেপে ধরে অভিযুক্ত ওই ছাত্রীকে জোর করে পাশের বাঁশবাগানে টেনে নিয়ে যায়। পাশপাশি এই ছাত্রীর মোবাইল ফোনটিও কেড়ে নেয় অভিযুক্ত যুবক।
প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফেরার পথে একাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। রাতেই তাকে গ্রেফতার করল উলুবেড়িয়া থানার পুলিশ। আটক যুবকের নাম মইনুদ্দিন মল্লিক(৩৫)।
ছাত্রীর চিৎকারে এলাকার লোকজন সেখানে উপস্থিত হলে এই ছাত্রীকে নিয়ে একটি বাড়ির বাইরের বাথরুমে ঢুকে পড়ে মইনুদ্দিন। মেয়েটির চিৎকার শুনে বাড়ির লোক বেরিয়ে আসে এবং বাথরুম থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। হাতেনাতে ধরা পড়ে যায় অভিযুক্ত মইনুদ্দিনও। অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় জনতা।
ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মইনুদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে উলুবেড়িয়া আদালতে তোলা হবে। আদালতে নিয়ে যাওয়ার পথে অভিযুক্ত মইনুদ্দিন নিজেকে নির্দোষ দাবি করে জানায়, তাকে ফাঁসানো হয়েছে। খবর এবেলার