
জানুন ভাইরাল হওয়া এই নারী পুলিশের ছবির পেছনের আসল সত্য!
ইন্টারনেট এমন একটি প্ল্যাটফর্ম এবং এখানে আমরা যে তথ্য পড়ি তা বেশিরভাগই অসত্য। সাধারণত যে খবরগুলি ভাইরাল হয়ে বেশিরভাগ মিথ্যা তথ্য থাকে।
সম্প্রতি, পাঞ্জাব পুলিশ ইউনিফর্ম পরা একটি মহিলার ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল।
সকলেই পাঞ্জাব পুলিশে এত সুন্দর মহিলা অফিসার দেখে অবাক হয়ে যায়। সকলেই তার কাছে গ্রেফতার হওয়ার ইচ্ছা প্রকাশ করতে থাকে। এর থেকে বোঝা যাচ্ছে এখনও এমন অনেক মানুষ আছে যারা মেয়েদের সৌন্দর্য অনুযায়ী তাদের বিবেচনা করে।
আসল সত্যি হলো ইনি হলেন অভিনেত্রী কায়রৎ অরোরা। পাঞ্জাবি সিনেমায় পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। হারলেইন মান হলো সিনেমায় তার চরিত্রের নাম। এর আগে তিনি ‘গ্র্যান্ড মস্তি’ এবং ‘খাট্টা মিঠা’ সিনেমায় অভিনয় করেছেন।
যখন তিনি জানতে পারেন ভুল কারণে তাঁর ছবি ভাইরাল হচ্ছে।
তখন তিনি তাঁর ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানান- “জগগজুণ্ডে সিনেমায় হারলেইন মান আমার চরিত্রের নাম। আমার ফোনের মেমরি ভরে গেছে গ্রেপ্তার করার বার্তা ও কৌতুকে। আমি আসল পুলিশ নয়। তিনদিন ধরে এই ছবি ভাইরাল হচ্ছিল। ”