181953

কলার উপর দুধ ঢেলে লাম্পট্যে উস্কানি দেওয়ায় কারাগারে পপস্টার!


মিউজিক ভিডিওর একটি দৃশ্যে দেখা গেছে, তিনি কলা খাচ্ছেন। স্রেফ এই অপরাধেই মিশরে ২৫ বছরের এক পপস্টারকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। তাদের অভিযোগ, ওই গায়িকা লাম্পট্যে উস্কানি দিচ্ছেন।

গ্রেফতার হওয়া ওই পপ গায়িকার নাম শাইমা আহমেদ। শাইমা নামেই তিনি খ্যাত। পপ গায়িকা শাইমার ওই মিউজিক ভিডিওটি বেশ চাঞ্চল্য ফেলে দিয়েছে তামাম মিশরে।

সম্প্রতি তাকে একটি মিউজিক ভিডিওতে দেখা গেছে, কলেজের একটি ক্লাস রুমে অনেক ছাত্রের মাঝে তিনি। পরনে অন্তর্বাস। পেছনে ব্লাক বোর্ডে লেখা, class #69। দেখা যাচ্ছে, শাইমা আপেল, কলা খাচ্ছেন। খাওয়ার আগে ফলের উপরে তিনি দুধ ঢালছেন।

এ ঘটনায় পপস্টার শাইমাকে গ্রেফতার করে প্রথমে চার দিনের পুলিশি হেফাজতে নেয়া হয়। তার পর তাকে সাত দিনের হাজতবাসেরও নির্দেশ দেয়া হয়েছে।

ad

পাঠকের মতামত