
‘আমি কাঁদছিলাম, আর সে আমার মুখ বেঁধে…’
আন্তর্জাতিক ডেস্ক : শারিরীক শোষণের জন্য যেখানে দেশ-বিদেশে সরব হচ্ছে অনেকেই, সেখানে পাকিস্তানের এই ঘটনা যেন ফের একবার তার ভয়ঙ্কর দিকটি তুলে ধরল। মাদ্রাসায় মৌলবিদের লালসার শিকার ছোট ছোট শিশুরা। এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
পাকিস্তানের কওসর পারভীনের ৯ বছরের ছেলের সঙ্গে যে ঘৃণ্য ঘটনা ঘটেছে তা শুনে শিউরে উঠবে প্রত্যেকে। তার শিক্ষক মৌলবিই তাকে লালসার শিকার করেছেন বলে জানা যায়। কি ঘটেছিল?
পাক-সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তানে মাদ্রাসাগুলিতে শারিরীক শোষণের ওপর রিপোর্ট তৈরি করছে বলে জানা যায়। কওসর পারভিনের ছেলের সঙ্গেও এই বিষয়ে কথা বলে পাকিস্তানের এই সংবাদ সংস্থা। তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা জানাতে গিয়ে কেঁদে ফেলে সে। ছেলের রক্তে ভেজা প্যান্টের কথা মনে করে কেঁদে ফেলেন কওসরও।
তিনি জানান, কহরোর পক্কার কাছে একটি মাদ্রাসাতে তার ছেলে পড়তে যেত। সেখানে মাত্র দুটিই ঘর ছিল। এপ্রিল মাসে যখন তার ছেলে মাঝরাতে জেগে ওঠে তখন সে দেখে তাকে যে মৌলবী পড়াতো, সে তারই বিছানায় শুয়ে রয়েছে। সে মৌলবী দেখে ভয়ে আড়ষ্ট হয়ে যায়।
সেই মৌলবী জোর করে তার মুখ বেঁধে তার ওপর …(প্রচার অযোগ্য শব্দ) করতে থাকে। ব্যাথায় সে কাঁদতে থাকলেও সেই মৌলবি তার দুষ্কর্ম করা থেকে বিরত হয়নি।
আর এই ঘটনার বিবরণ দিতে গিয়ে শিশুটি জানায়, ওই মৌলবি খুব বিপজ্জনক। প্রথমে বাধা দেওয়া চেষ্টা করি। আমি কাঁদছিলাম, আর সে আমার মুখ বেঁধে অত্যাচার করছিল।