181741

যেভাবে বাঁচলেন তিনি চলন্ত ট্রেনের নিচে পড়েও দেখুন

ট্রেনের নিচে পড়ার পর মাথার ওপর দিয়ে সেই ট্রেন চলে গেলেও সৌভাগ্যবসত বেঁচে গেছেন এক ব্যক্তি। এমন ঘটনার পর তার শরীরে কোনো রকম আঘাতও লাগেনি।

ভারতের উত্তর প্রদেশের দেওরিয়ার বনকাটা রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।

এনডিটিভি জানায়, অজ্ঞাত ওই ব্যক্তি স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো একটি ট্রেনে উঠতে চেয়েছিলেন। কিন্তু তিনি ওভারব্রিজ ব্যবহার না করে এক নম্বর প্ল্যাটফর্মে থাকা মালবাহী ট্রেনের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তবে ট্রেনটি যে যাওয়ার জন্য সবুজ সংকেত পেয়েছিল ওই ব্যক্তি তা খেয়াল করেননি। ট্রেনের নিচে যাওয়ার পরপরই তিনি বুঝতে পারলেন এটি চলতে শুরু করেছে।

অবশ্য পরিস্থিতি বুঝতে পেরে তিনি চলন্ত ট্রেনের নিচেই শুয়ে পড়েন। ট্রেনটি তার ওপর দিয়ে চলে যাওয়ার পর সবাইকে চমকে দিয়ে উঠে পড়েন। পরে দেখা গেল তার কোনো চোটও লাগেনি।

প্রতক্ষ্যদর্শীদের অনেকেই মোবাইল ফোনে এই দৃশ্য ধারণ করেন। তাদের অনেকের ধারণা, লোকটি মদ্যপ ছিল।

ad

পাঠকের মতামত