181747

যে কারণে কাঁদলেন ঐশ্বরিয়া…


অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই এ বছরের প্রথম দিকে মারা যান। সোমবার ছিলো মৃত্যুর পর কৃষ্ণরাজের প্রথম জন্মদিন। তাই বাবার জন্মদিন পালন করতে গিয়ে এদিন চোখের পানি ধরে রাখতে পারেননি সাবেক এ বিশ্বসুন্দরী।

দিনটা একটু অন্যভাবে পালন করেন অ্যাশ। এদিন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ঠোঁটবিকৃত ১০০ শিশুর অস্ত্রোপচারের সব খরচ বহনের ঘোষণা দেন তিনি। ওই স্বেচ্ছাসেবী সংগঠনের গুডউইল অ্যাম্বাসাডর ঐশ্বরিয়া।

বাবার জন্মদিনটি ‘ডে অফ স্মাইল’ হিসেবে অ্যাখ্যা দেন এই অভিনেত্রী। এদিন অ্যাশের সঙ্গে ছিলেন মা বৃন্দা রাই ও মেয়ে আরাধ্যা বচ্চন। অনুষ্ঠানে অনেকে ছবি তুলতে চাইলে বিরক্তির এক পর্যায়ে কেঁদে ফেলেন তিনি। বলেন, দয়া করে ছবি তুলবেন না। কখন, কী করতে হয়, আপনারা জানেন না? এটা তো কোনো প্রিমিয়ার নয়। একটু তো শ্রদ্ধা করতে শেখেন।

নয় বছর ধরে ‘দ্য ঐশ্বর্যা রাই ফাউন্ডেশন’-এর মাধ্যমে আন্তর্জাতিক ক্লেফ্ট চ্যারিটির সঙ্গে যুক্ত আছেন বচ্চন পরিবারের পুত্রবধূ। ২০১৪ সালে তার বাবা কৃষ্ণরাজ ১০০ অসুস্থ শিশুর অস্ত্রোপচারের জন্যে অর্থ সাহায্য করেছিলেন। সেই রীতি বজায় রাখতে চান অ্যাশ। সূত্র: হিন্দুস্তান টাইমস।

ad

পাঠকের মতামত