
সৌদি আরবে মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামির বিয়ের ব্যবস্থা!
সৌদি আরবের এক কারাগারে সেখানের কর্তৃপক্ষ মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামির বিয়ের ব্যবস্থা করে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে।
আল আরাবিয়া ডট নেট নামক একটি দৈনিকের খবরে বলা হয়েছে, সৌদির নাজরান প্রদেশের কারা কর্তৃপক্ষ জানিয়েছে বিবাহ সম্পন্ন করা ওই ব্যক্তির নাম সালেম হাসান আলা কারবি। সে একজন মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামি। তবে তার মৃত্যদণ্ড কার্যকর হতে এখনো দীর্ঘ সময় বাকি আছে।
কর্তৃপক্ষ আরো বলেছে, হাসান কারবির বিবাহ তারই বংশের এক যুবতির সাখে সম্পন্ন হয়েছে।আর হাসান কারবির ওই বিবাহ অনুষ্ঠানে তার আত্মীয় স্বজন ছাড়াও কারাগারের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কয়েদিরা উপস্থত ছিলো। বর ও কনেকে উপঢৌকনও দেয়া হয়।
এ ব্যাপারে নাজরান জেল সুপার কর্নেল আশ্ শামিরি বলেছেন, কারাগারগুলোতে্ এ ধরনের সুযোগ সুবিধা দেয়া উচিত। যাতে কয়েদিরা জীবনের শেষ দিনগুলো ভালোভাবে কাটিয়ে যেতে পারে।
সূত্য: ডেইলি কুদরত