181621

বিয়ে মৃতদেহের সাথে! কারণটা জানলে আঁতকে উঠবেন

আদালত প্রমাণ ছাড়া কোনকিছুই বিশ্বাস করেনা সেটা আমরা সবাই জানি। প্রমাণের উপর নির্ভর করে আদালত। প্রমাণের উপর নির্ভর করে আদালত বিচার করে বলেই অনেক সত্য ঘটনা প্রমাণের অভাবে সত্য বলে প্রমাণিত হয়না। তাই অনেকে প্রমাণের অভাবে সৎ হওয়ার পরেও অনেক ধরণের ভোগান্তির স্বীকার হয়, এমনকি অনেককে প্রমাণের জন্য মৃতদেহের সাথে বিয়ে করতেও দেখা গেছে।

আজকে জুমবাংলার পাঠকদের জন্য রয়েছে তেমনি একটি ঘটনারে কাহিনী নিয়ে ছোট্ট আয়োজন যা শুনলে আপনি বারে বারে আবাক হবেন।সময়টা ছিল ১৯৮৭ জানুয়ারি মাস। ধুমধাম করে বিয়ে করেন ক্লেইম্যান ও ওজিনিয়াক দম্পতি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বিয়ের মাত্র দু’মাসের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওজিনিয়াক। স্বামী হারানোর দুঃখের সাথে ক্লেইম্যানের জীবনে যোগ হয় আরেক ঝামেলা। তাদের যে বিয়ে হয়েছিল, সেই সনদ তার কাছে ছিল না।

আসলে ভেনেজুয়েলার এক নারীকে ওজিনিয়াক আগে বিয়ে করেছিলেন। ২য় বিয়ের সনদপত্র পেতে তাকে ১ম স্ত্রীর কাছ থেকে বিচ্ছেদের কাগজপত্র দেখানো লাগতো। কিন্তু তখন তার হাতে সেটা না থাকায় বিয়ে হলেও সনদ আসে নি। কিন্তু সনদ না থাকাতে সেই বিয়েটা আসলে গ্রহণযোগ্য হয় নি। অবশেষে ক্লেইম্যানকে আদালতের দ্বারস্থ হতে হয়েছিল।

আদালতের অনুমতি সাপেক্ষে এক বিচারকের তত্ত্বাবধানে এবং ওজিনিয়াকের পক্ষে এক কর্মচারী সাইন করার মাধ্যমেই সম্পন্ন হয় সেই বিয়ে। কি অদ্ভুত না মৃতদেহের সাথে বিয়ে! সত্যি আজব এই দুনিয়ায় আমরা কত কিছুনা দেখে থাকি।সত্যি আজব এই দুনিয়া বড়ই রহস্যময়।

ad

পাঠকের মতামত