
ছবিতে আমার চরিত্রের নাম অর্পিতা: শাবনূর
আবার চলচ্চিত্রে সরব হচ্ছেন নায়িকা শাবনূর। তার ভক্তরাও এই খবরে বেশ আনন্দিত। কিন্তু অনেক দিন বড় পর্দা থেকে দূরে থাকা এ অভিনেত্রী বেশ মুটিয়ে গেছেন। তাই এভাবে বড়পর্দায় হাজির হতে চান না তিনি। নিজেকে ফিট করতে নিয়মিত ব্যায়াম করছেন। দৈনিক খাবারেও এনেছেন পরিবর্তন।
পর্দায় আসার আগে নিয়মিত ডায়েটিং করছেন। শাবনূর বলেন, জানি না কতখানি ওজন কমাতে পারব। তবে অনেকদিন ধরেই চেষ্টা করছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিজের খাদ্যতালিকা প্রস্তুত করেছি। নিয়ম মেনে সকালে সবজি, কোনো দিন স্যুপ, দুপুরে এক টুকরো মাছ বা মুরগি, সঙ্গে ফলমূল-এই তো আমার খাবারের তালিকা। আপাতত ভাত-রুটি থেকে দূরে আছি। খুব শিগগিরই শুটিংয়ে ফেরার আভাস দিলেন শাবনূর। আরও আগেই ফেরার কথা ছিল তার। কিন্তু শুটিংয়ের জন্য নিজেকে এর মধ্যে প্রস্তুত করতে পারেননি বলে জানিয়েছেন। এ মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আবারো ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।
সেভাবেই পরিচালকের সঙ্গে বসে শিডিউল সাজিয়েছেন। শাবনূর বলেন, আরো আগেই কাজ শুরু করতে চেয়েছিলাম। কিন্তু কিছুদিন আগে হঠাৎ করে আমি চিকুনগুনিয়ায় আক্রান্ত হই। এতে প্রায় এক মাস ভুগেছি। এখন অনেকটা ভালো। শাবনূর আরো বলেন, ২০১১ সালে ‘পাগল মানুষ’ নামের একটি ছবিতে সবশেষ কাজ শুরু করি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ছবির পরিচালক এম এম সরকার মারা যান। এরপর দীর্ঘদিন শুটিং বন্ধ ছিল। শেষ পর্যন্ত গত বছরের শেষ দিকে পরিচালক বদিউল আলম খোকনের সহযোগিতায় ছবিটির কাজ নতুন করে শুরু হয়। ওই সময় শেষ শুটিং করেছি। ‘পাগল মানুষ’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। এদিকে মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় নতুন ছবির জন্য গানও গেয়েছেন শাবনূর।
তিনি এ প্রসঙ্গে বলেন, আমি গানটি গাইতে চাইনি। কারণ আমি পেশাদার শিল্পী নই। কিন্তু ছবির পরিচালকের অনুরোধে গানটি গেয়েছি। ছবিতে আমার চরিত্রের নাম অর্পিতা। একটি কলেজের সংগীত বিভাগের শিক্ষক চরিত্রে অভিনয় করব। ছবির শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন শাবনূর। এই গানের দুটি সংস্করণ আছে। একটি রোমান্টিক ও অন্যটি স্যাড। শাবনূর ‘স্যাড ভার্সন’-এ কণ্ঠ দিয়েছেন। গানটির সুর ও সংগীত করেছেন কলকাতার শ্রী প্রীতম। ঢাকার প্রেক্ষাগৃহে শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’। সবশেষ গত বছর এ নায়িকা দু ধাপে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন। সে সময় ‘ইউরো স্টার’ নামে একটি চুলার বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেন তিনি। এটি নির্দেশনা দেন আহমেদ ইলিয়াস। শাবনূর জানালেন সামনে এ নির্দেশকের নির্দেশনায় নতুন বিজ্ঞাপনচিত্রে কাজ করার কথা রয়েছে তার। বর্তমানে নিয়মিত ব্যায়াম করছেন শাবনূর। তাই সবার ধারণা সামনে নতুন ছবিতে নতুন এক শাবনূরকে দেখা যাবে।
এদিকে সাম্প্রতিক চলচ্চিত্রের অবস্থা, যৌথ প্রযোজনার ছবি, নিজের কাজের পরিকল্পনাসহ বেশকিছু বিষয়ে কথা বলেছেন এ নায়িকা। তিনি বলেন, যারা ভালো কাজ করছে তাদেরকে আরো সহযোগিতা করতে হবে। আমরা শিল্পীরা দুভাগ হয়ে গেলে চলবে না। মিলেমিশে কাজ করতে হবে। যে কোনো সমস্যা পরিচালক, প্রযোজক ও শিল্পীরা মিলে সমাধান করে নিতে হবে। কারণ চলচ্চিত্রে সবাই মিলেই তো একটা টিমওয়ার্ক। সবশেষে বর্তমান সময়ের ব্যস্ততার কথা জানতে চাইলে শাবনূর হাসিমাখা মুখে বলেন, আমার অনেক কাজ। আবার তেমন কোনো কাজ নেই। প্রচুর ঘুরতে ও দাওয়াত খেতে পছন্দ করি আমি। বলতে গেলে এক কথায় পারসোনাল কাজ নিয়ে ব্যস্ত আমি। এসব কাজ শেষ না করে ক্যামেরার সামনে দাঁড়াতে পারছি না। আর ছেলে আইজানকে এখনও অনেক সময় দিতে হয়। উৎস : মানবজমিন।