181235

সালমানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন এই অভিনেত্রীরা, কিন্তু কেন?

সালমান খান, নামটাই যথেষ্ট। কিন্তু বলিউডের কয়েকজন অভিনেত্রী তাঁর সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। সালমানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন নিচের এই অভিনেত্রীরা, কিন্তু কেন? সেটা পরিষ্কার নয় ।

► দীপিকা পাডুকোন— একটা নয়, সালমানের সঙ্গে পাঁচটা ছবির প্রস্তাব ফিরিয়ে দেন। এর মধ্যে ছিল ‘সুলতান’। যদিও ছবির স্ক্রিপ্ট পছন্দ হয়নি বলেই দীপিকা প্রস্তাব ফিরিয়ে দেন।

► অমৃতা রাও— ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে সালমানের বোনের ভূমিকায় অভনয় করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

► সোনালি বেন্দ্রে— ‘হাম সাথ সাত হ্যায়’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু এর পরে হরিণ শিকারে ঘটনা ঘটার পরে আর একসঙ্গে দেখা যায়নি দু’জনকে।

► টুইঙ্কল খন্না— ‘জব পেয়ার কিসিসে হোতা হ্যায়’ ছবিতে হিট জুটি ছিল। কিন্তু তার পরে কোনও অজ্ঞাত কারণে একসঙ্গে দেখা যায়নি।

► অমিশা পটেল— ‘ইয়ে হ্যায় জলওয়া’ ছবিতে অমিশা অভিনয় করে ছিলেন সালমানের সঙ্গে। কিন্তু ছবিটি ফ্লপ করে। দু’জনের রসায়নও পছন্দ হয়নি দর্শকের। তাই আর একসঙ্গে ছবি করেননি।

► জুহি চাওলা— জুহি অভিনীত ‘দিওয়ানা মস্তানা’ ছবিতে সালমানকে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল। এ ছাড়া জুহির সঙ্গে স্ক্রিন শেয়ার করেননি।

► উর্মিলা মাতন্ডকর— ‘জনম সমঝা কর’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু বক্স অফিসে ফ্লপ হওয়ায় আর এই জুটিকে দেখা যায়নি।

ad

পাঠকের মতামত