
যুবকের সাথে ঘনিষ্ঠ অবস্থায় মেয়ে : কীর্তি দেখে হাসপাতালে বাবা!
‘বিগ বস’-এর ঘরে শালীনতার সীমারেখা অতিক্রম করে ফেলেছেন বন্দেগি কালরা এবং পুনীশ শর্মা। গত সপ্তাহে সালমান খান দু’জনকেই সাবধান করেছিলন।
কিন্তু তাতেও নিজেদের সংযত করতে পারেননি ‘বিগ বস’-এর ঘরের এই লাভবার্ডস। খবর এবেলার।
সালমান খান আগের দিন শো-তে বলেছিলেন, ‘মনে রেখো তোমাদের মা-বাবাও এই শো দেখছেন। তোমাদের মা-বাবার সামনেও কি এমনই করতে পারতে?’
এর পরেও রাতে এক চাদরের তলায় দেখা গিয়েছে পুনীশ ও বন্দেগিকে। শুধু তাই নয়, রাত ১.৩০ টার সময়ে দু’জনকে একসঙ্গে শৌচালয়েও প্রবেশ করতে দেখা যায়।
মেয়ের এই ধরনের কীর্তি দেখে অসুস্থ হয়ে পড়েছেন বন্দেগির বাবা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উচ্চ রক্তচাপের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
‘বিগ বস’-এ এই ধরনের কাণ্ড ঘটানোর ফলে বন্দেগির মুম্বইয়ের বাড়িওয়ালাও তাঁর উপরে বেজায় চটেছন।
তিনি সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, ‘বিগ বস’ থেকে ফেরার পরে বন্দেগিকে বাড়ি থেকে বের করে দেবেন।