181121

প্রিয়াঙ্কার ৩০ মিনিটের মূল্য ১২ কোটি টাকা!

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বলিউডে নিজের আসন পাকা করার পর এ নায়িকা এখন ব্যস্ত হলিউডে।

মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকা’য় অভিনয় করে বিশ্বে পরিচিতি পেয়েছেন প্রিয়াঙ্কা।

‘বেওয়াচ’ সিনেমায় অভিনয় করে হলিউডে নাম লিখিয়েছেন তিনি। ‘পিপলস চয়েজ’ অ্যাওয়ার্ডসহ নানা পুরস্কার হাতিয়ে নিয়েছেন এই অভিনেত্রী।

আর ব্যস্ত এই নায়িকার শিডিউল পাওয়াটাও যেন ভাগ্যের ব্যাপার হয়ে গেছে অনেকের। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি পারিশ্রমিকও হাঁকাচ্ছেন ইচ্ছামতো।

ভারতীয় গণমাধ্যমের খবর, মাত্র ৩০ মিনিটের পারিশ্রমিক হিসেবে ১২ কোটি টাকা চেয়েছেন প্রিয়াঙ্কা। ডিসেম্বরে স্পেনের ওই অনুষ্ঠানে মাত্র ৩০ মিনিট পারফর্ম করার জন্য ওই বিশাল অঙ্কের পরিশ্রমিক দাবি করেন নায়িকা।

ওই অনুষ্ঠানে পর পর বেশ কয়েকটি হিন্দি গানে পারফর্ম করতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। আর তার জন্যই তিনি ওই পারিশ্রমিক দাবি করেন।

২০০৩ সালে বলিউডে অভিষেক হয় প্রিয়াঙ্কা চোপড়ার। বলিউডে ইতিমধ্যেই কমপক্ষে ৪০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

ad

পাঠকের মতামত