180979

হেলিকপ্টারে করে বিয়ে করতে এলেন শাহরুখ

হবু স্ত্রীকে কথা দিয়েছিলেন বিয়েতে এমন কোনো উপহার দেবেন যা সারা জীবন তার মনে থাকবে। আসলে কনেরও যে মনে মনে বাসনা ছিল বিয়ের পরে শ্বশুরবাড়ি যাওয়ার মুহূর্তটা যেন বিশেষ হয়ে ওঠে।

এই ইচ্ছে পূরণের জন্যেই জয়পুর থেকে উত্তরপ্রদেশের হাপুর উড়ে গেলেন হবু বর।
হবু স্ত্রীর স্বপ্ন ছিল বিয়ে হবে রাজকীয়। বর আসবে পক্ষীরাজে চড়ে। আর পাত্রের নাম যখন শাহরুখ। তাই রীতিমতো হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এল বর। নববধূকে নিয়ে উড়ে গেল হেলিকপ্টারেই।

 

কনে উত্তরপ্রদেশের বিজনোর জেলায় কোতয়ালির বাসিন্দা তানজিম। রাজস্থানের জয়পুরের বাসিন্দা শাহরুখের সঙ্গে বিয়ে ঠিক হয় তাঁর। বিয়ে করতে ভারতে জয়পুর থেকে রীতিমতো হেলিকপ্টারে চড়ে হাপুরে পৌঁছান শাহরুখ।

বিয়ের মণ্ডপের পাশেই তৈরি হয়েছিল হেলিপ্যাড। বিয়ের পর আবার সেই হেলিকপ্টারে চড়েই শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন তানজিম।
এমন রাজকীয় ‘বিদায়ী’কে সচক্ষে দেখতে বিয়ের আসরে কার্যত ভেঙে পড়ে গোটা এলাকা। পুরো বিষয়টি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উত্তরপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। কোনো ধরনের অঘটন এড়াতে বিয়ে বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছিল। সূত্র: ইন্টারনেট

ad

পাঠকের মতামত