180954

প্রবাসীর স্ত্রী কাউকে বলতে পারছে না সেই লজ্জার কথা: প্রতিদিন শুতে হয় শ্বশুরের বিছানায়।অতঃপর..

যাদের স্বামী প্রবাসী বা বিয়ে করেই চলে যান কর্মস্থলে। পরিবারে মহিলা আর কেউ নেই বা থাকলে ফ অনেক সময় পুত্র বধুকে পড়তে হয় শাশুড়ের কুদৃষ্টিতে। একসময় স্ত্রীর ইচ্চা ছাড়াই জোরপূর্বক ধর্ষন করেন শাশুড় ।

নতুন বউ সংসার ও স্বামীর মান রক্ষার্থে কাউকে বলতে পারেন না সেই লজ্জার কথা
তাই চুপ করেই স্বামীর সংসারে থাকেন।।

এখন প্রশ্ন হলো এতে কি স্বামী স্ত্রীর সমর্ক ঠিক থাকবে?
না থাকলে কি করা উচিৎ তাদের? দালিল সহ জানাবেন!।
উত্তর:

প্রবাসীর স্ত্রী কাউকে বলতে পারছে না সেই লজ্জার কথা প্রতিদিন শুতে হয় শ্বশুরের বিছানায় । যাদের স্বামী প্রবাসী বা বিয়ে করেই চলে যান কর্মস্থলে। পরিবারে মহিলা আর কেউ নেই বা থাকলে অনেক সময় পুত্র বধুকে পড়তে হয় শশুড়ের কুদৃষ্টিতে। একসময় স্ত্রীর ইচ্চা ছাড়াই জোরপূর্বক ধর্ষন করেন শশুড় ।

 

নতুন বউ সংসার ও স্বামীর মান রক্ষার্থে কাউকে বলতে পারেন না সেই লজ্জার কথা
তাই চুপ করেই স্বামীর সংসারে থাকেন। এখন প্রশ্ন হলো এতে কি স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক থাকবে? না থাকলে কি করা উচিৎ তাদের? দালিল সহ জানাবেন!।

উত্তর

بسم الله الرحمن الريحم

ধর্ষিত হবার সাথে সাথেই পুত্রবধুর সাথে উক্ত পাপিষ্ট শ্বশুরের ছেলের বিবাহ বাতিল হয়ে যায়। তাই এরপর থেকে উক্ত মহিলার জন্য তার স্বামীর ঘর সংসার করা কোনভাবেই বৈধ নয়।

এসব সমস্যা এড়াতে স্বামীর অবর্তমানে শ্বশুরবাড়ী থাকবে না। বাপের বাড়ি বা অন্য কোন আত্মীয়র বাড়ী চলে যাবে। প্রয়োজনে স্বামীর সাথে অসৎ চরিত্র শ্বশুরটির বিষয় নিয়ে আলোচনা করে সমাধান করার চেষ্টা করবে।

সূত্র রেডিও বিডি নিউজ

ad

পাঠকের মতামত