180927

রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্ব চূড়ান্ত, দেখা যাবে যে ৩২টি দলকে

স্পোর্টস ডেস্ক: বাছাই পর্বের প্রধান অংশটা শেষ হয়েছে বেশ কয়েকদিন আগে। সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে দলগুলো। কিন্তু প্লে-অফের উত্তেজনা বাকিই ছিল। কাল শেষ হলো প্লে-অফও। অর্থাৎ আগামী রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বের সব কাজ শেষ। তার মানে, কোন ৩২টি দলকে বিশ্বকাপের মূল পর্বে দেখা যাবে তার শেষ ধাপটা চূড়ান্ত হয়ে গেছে কাল।

স্বাগতিক হিসেবে স্বাভাবিক ভাবেই সবার আগে বিশ্বকাপে অংশ গ্রহন নিশ্চিত রাশিয়ার। তারপর সবার আগে এবারের বিশ্বকাপ নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন নেইমারের ব্রাজিল। তারপর বাকি ৩০ দলকে পেতে কম ঘটন-অঘটনের সাক্ষি হলো না রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্ব।

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন মেসি-ম্যারাডোনার আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে প্রায় বাদই পড়তে যাচ্ছিল। শেষ ম্যাচের সমীকরণ মিলিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের দ্বিতীয় সফল দল বলা হয় যাদের সেই ইতালি তো প্লে-অফে এসেও বিশ্বকাপ নিশ্চিত করতে পারল না। ৬০ বছর পর বিশ্বকাপে উঠতে পারল না ইতালি।

এশিয়া, আফ্রিকা অঞ্চলেও কম নাটকের জন্ম দেয়নি এবারের বাছাই পর্ব। দক্ষিণ আফ্রিকা আর সেনেগালে মধ্যকার ম্যাচে রাজনৈতিক ইস্যু চলে এলো সামনে। এতো ঘটনাপূর্ণ বাছাই পর্ব শেষে কোন ৩২টি দল সুযোগ পেলো রাশিয়া বিশ্বকাপে, চলুন দেখে নেওয়া যাক…

স্বাগতিক: রাশিয়া (সরাসরি)

এশিয়া অঞ্চল: ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব ও অস্ট্রেলিয়া।

আফ্রিকা অঞ্চল: নাইজেরিয়া, মিশর, সেনেগাল, তিউনিসিয়া ও মরক্কো।

কনক্যাকাফ অঞ্চল: মেক্সিকো, কোস্টারিকা ও পানামা।

কমমেবল অঞ্চল: ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া, পেরু।

ইউরোপ অঞ্চল: রাশিয়া, ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, সার্বিয়া, পোল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া, সুইডেন, ও ডেনমার্ক।

ad

পাঠকের মতামত