180895

এভাবে চললে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে না : খাদ্যমন্ত্রী

ঢাকা মহানগর আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আজ যেভাবে অনৈক্য দেখাচ্ছেন, তা কখনো শুভকর নয়। এভাবে চললে আগামীতে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে না।

বৃহস্পতিবার আজিমপুরে পার্ল হারবার কমিউনিটি সেন্টারে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। ১৮ নভেম্বর আওয়ামী লীগের নাগরিক সমাবেশ সফল করা এবং নতুন সদস্য সংগ্রহের জন্যই এই সভা ডাকা হয়। কিন্তু এই সভা বাধা দেওয়ার জন্য দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে কমিউনিটি সেন্টারের গেটে ময়লা ফেলে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। পরে ময়লা কিছুটা সরিয়ে কমিউনিটি সেন্টারে প্রবেশ করে নির্ধারিত সভা আরম্ভ করে দক্ষিণের নেতাকর্মীরা।

পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের অনুসারী এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় সাঈদ খোকনের অনুসারীরা কয়েকটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় ও ভাঙচুর করে। পরে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে তাদের ছড়িয়ে দেয়, ঘটনাস্থল থেকে আটক করে ১৩ জনকে। পরে শাহে আলম মুরাদের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করা হয়।

এ প্রসঙ্গ টেনে খাদ্যমন্ত্রী বলেন, আপনারা যে বলেন শেখ হাসিনার সরকার, বারবার দরকার। কিন্তু কীভাবে দরকার? ঐক্য ছাড়া শেখ হাসিনার সরকার আসবে না। ঐক্যের কোনো বিকল্প নাই। আজ যে দ্বন্দ্ব চলছে, এভাবে চলতে থাকলে শেখ হাসিনার সরকার আসবে না। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। উৎস : দৈনিক আমাদের সময়।

ad

পাঠকের মতামত