180801

পুলিশের বিরুদ্ধে অভিযোগ সরাসরি নেবেন আইজিপি

এখন থেকে পুলিশের বিরুদ্ধে যেকোনো অভিযোগ সরাসরি গ্রহণ করবেন আইজিপি।আর এ জন্য ২৪ ঘণ্টাই খোলা থাকবে পুলিশ সদর দফতরের ‘আইজিপি’র কমপ্লেইন সেল’। পুলিশের বিরুদ্ধে যেকোনো ধরনের অভিযোগ সরাসরি বা অন্য মাধ্যমে এই সেলে জানাতে পারবেন দেশবাসী।

সোমবার(১৩নভেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সহেলী ফেরদৌস ব্রেকিংনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জনসাধারণ এখন থেকে পুলিশ সদস্যদের যেকোনো অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি, কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে অথবা ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে এবং complain@police.gov.bd ই-মেইলের মাধ্যমে আইজিপির কাছে অভিযোগ করতে পারবেন।

এতোদিন এ সেলে শুধু অফিস চলাকালীন অভিযোগ গ্রহণ করা হতো। পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (ডিএন্ডপিএস-১) এর তত্ত্বাবধানে সেলটি পরিচালিত হবে।

সূত্র: ব্রেকিংনিউজ

ad

পাঠকের মতামত