পাঁচ গুন বেশি পারিশ্রমিক পাচ্ছেন শাকিব খান!
ঢাকাই চলচ্চিত্রের এক নায়ক শাসন করছেন শাকিব খান। ইতিমধ্যে সুপারস্টার তকমা লেগে গেছে ক্যারিয়ারে। টানা হিট দিয়ে এই শিল্পকে টিকে থাকার অক্সিজেন দিয়েছেন তিনি। জনপ্রিয়তার টানে কলকাতাতেও নিয়মিত সিনেমা করছেন। অবশ্য সেগুলো সবই যৌথ প্রযোজনার, তবে সেই দেশে তার চাহিদা আছে।
তো এত কিছুর পর পারিশ্রমিকের পারদ একটু উঁচুতে থাকবে সেটাই স্বাভাবিক। তার ক্যারিয়ারে এবারই প্রথম আকাশ ছোঁয়া পারিশ্রমিক পেতে যাচ্ছেন তিনি। ৫০লাখ টাকা নিয়ে শুরু করতে যাচ্ছেন রাশেদ রাহার পরিচালনায় ‘নোলক’ ছবির কাজ। সেথে তৃতীয় বারের মত জুটি করবেন ববির সাথে, তিনি পাচ্ছেন ১০ লাখ টাকা।এদিকে ক্যারিয়ারের মাঝামাঝি সময়ে ১০-১২ লাখ টাকা পারিশ্রমিক নিয়েই কাজ করতেন শাকিব। মাত্র ৫ বছরের ব্যবধানে তা বেড়ে দশ গুণ হয়েছে।
ছবিটির শুটিং চলতি মাসের শেষে শুরু হওয়ার কথা রয়েছে। বর্তমানে শাকিব খান থাইল্যান্ডে ‘মাস্ক’ ছবির শুটিং করছেন। ২১ নভেম্বর শাকিবের দেশে ফেরার কথা রয়েছে। তারপর ছবিটির মহরত কবে। তবে ছবিটির শুটিং হবে দেশের বাইরে।
এর আগে শাকিব খান ও ববি ‘হিরো দ্য সুপারস্টার ও ‘রাজত্ব’ শিরোনামে দুটি ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন।