আতকে উঠবেন শাহরুখের এই নায়িকার বর্তমান চেহারা দেখলে
নিজস্ব প্রতিবেদন : ‘পরদেশ’-এ শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। যেখানে ‘জ্যারা তসবির সে তু’-তে তাঁকে এক ঝলক দেখার জন্য মুখিয়ে থাকতেন দর্শকরা। নিশ্চই বুঝতে পারছেন, কার কথা বলা হচ্ছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। মহিমা চৌধুরীর কথাই বলা হচ্ছে।
হ্যায় তুমহারা, স্যান্ডুইচ, বাগবান, দিল ক্যা করে-র মত একাধিক জনপ্রিয় সিনেমায় মহিমা চৌধুরীকে দেখা গিয়েছে। হালফিলে তাঁকে আবার ‘ডার্ক চকলেট’-এও অভিনয় করতেও দেখা গিয়েছে। এবার সেই মহিমারই এমন ছবি প্রকাশ্যে এল যা দেখলে রীতিমত আঁতকে উঠবেন আপনি।
অবাক লাগছে শুনতে? ভাবছেন হয়ত, শ্রীদেবী, ঐশ্বর্য কিংবা কাজলরা যেমন কামব্যাক করে বলিউডে ফের সেরার জায়গায় ফিরেছেন, বাঙালি অভিনেত্রী মহিমাও তেমনই কামব্যাক করবেন। তাহলে দেখুন মহিমার সেই ছবি…
কি চমকে গেলেন তো? কিন্তু, সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সাক্ষাতকারে মহিমা জানিয়েছেন, মা হওয়ার পর একহাতে যেমন সংসার সামলেছেন, তেমনি সন্তানকেও বড় করেছেন। তাই ওই সময় অর্থ রোজগারের পাশাপাশি অভিনয়ে আর মন দিতে পরেননি তিনি। তবে বেশ কিছু টেলিভিশন শো-এ বিচারকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।