180315

গোপন তথ্য ফাসঃ আইএস এর সেক্স চাহিদা মিটানোয় ব্যবহার হচ্ছে বিশেষ প্রজাতির ভেড়া !


মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই সিক্স কর্তৃক নিউজিল্যান্ডের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার
কাছে পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে এক ভেড়া উৎপাদনকারী কৃষককে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।
সিরিয়ান সরকার এখনও উদ্ধার করতে পারেনি আইএস নিয়ন্ত্রণাধীন এমন একটি এলাকায় অ্যালান সেইমোর (৫২) নামক নিউজিল্যান্ডের ওই খামারি অকল্পনীয় সংখ্যক গবাদিপশু পাঠাচ্ছিলেন নিয়মিত। সিআইএ এবং এমআই সিক্স-এর গোয়েন্দা নজরদারিতে ধরা পড়েছিলো এই ‘অস্বাভাবিক’ কর্ম তৎপরতার খবরটি!

যদিও নিউজিল্যান্ডের শুল্ক বিভাগের কর্মকর্তারা ইতিপূর্বে সিরিয়ায় যাওয়া নিয়মিত চালানগুলোর ওপর সন্দেহ করছিলেন গোপনে অস্ত্র বা বিস্ফোরক পাঠানো হচ্ছিলো কি না! কিন্তু বার বার তদন্তেও গবাদিপশু ছাড়া আর কিছুই পায়নি তারা।

এদিকে সিআইএ এবং এমআই সিক্স-এর পাঠানো ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ভেড়াগুলো আইএস-এর খাদ্য হিসেবে পাঠানো হয়নি!

আইএস জঙ্গিদের যৌন-সম্ভোগের জন্যই বিশেষভাবে পাঠানো হচ্ছিলো নাদুস নুদুস ভেড়াগুলোকে। নিউজিল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের মুখপাত্রও দুই গোয়েন্দা সংস্থার পাঠানো যৌথ প্রতিবেদনের বরাতে এমনটাই বলেছেন।

জানা গেছে, অ্যালান সেইমোর আইএস-এর এজেন্টের নিকট বিপুল সংখ্যক ভেড়া বিক্রি করেছেন। যা কয়েকটি চালানে সিরিয়ার ওই অঞ্চলে পাঠানো হয়েছিলো।

ভেড়ার সাথে যৌনতা!

মধ্যপ্রাচ্যের রাজনীতি বিষয়য় আন্তর্জাতিক বিশ্লেষক ডেভ ওয়েলসবরোর মতে, ওই অঞ্চলে গবাদিপশুর এমন চাহিদা নতুন কিছু নয়।

তিনি বলেন, ‘আইএস জঙ্গিরা অন্যান্য দেশ থেকেও বিপুল পরিমাণ গবাদিপশু আমদানি করেছে। যুদ্ধশ্রান্ত জঙ্গিদের উদ্দীপ্ত করতে এবং তাদের উচ্চমাত্রার যৌনাকাঙ্খায় ভিন্নমাত্রা এনে দিতে এই ভেড়া-সম্ভোগের ব্যবস্থা রাখা হয়েছে।

তাছাড়া চলমান সহিংসতার কারণে বেসামরিক জনগণ ওই এলাকা ছেড়ে পাশ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নেয়ার ফলে নারী সংকট তৈরী হয়েছে। আর এটাও ভেড়ার চাহিদা তৈরী করার পেছনে একটি বড় কারণ।’

তিনি আরও বলেন, ‘ভেড়া, ছাগলসহ অন্যান্য গবাদিপশুর সাথে সঙ্গম করা ইসলামি আইনে অনুমোদিত। যদিও সঙ্গম শেষে প্রাণীগুলোকে হত্যা করার বিধান রয়েছে, এগুলো খাওয়া যাবে না বলে ইসলামিক আইনে উল্লেখ আছে।’

প্রাণী-সম্ভোগ এবং ইসলাম
কেন বিশেষ অবস্থায় প্রাণীর সাথে যৌনতা ইসলাম অনুমোদন করেছে, এ বিষয়ে বিতর্কিত ইসলামিক বক্তা ও কোরান বিশেষজ্ঞ ড. জাকির নায়েক এক সাক্ষাৎকারে ব্যাখ্যা করেছিলেন।

জাকির নায়েক বলেন, ‘নবী মোহাম্মদ বলেছেন, ভেড়া বা ছাগলের সাথে সঙ্গম করা সত্ত্বেও একজন পুরুষ পাপের ভাগীদার হবেন না। নারীর অপ্রতুলতায় যৌন লালসা মেটানোর জন্য কেউ চাইলে গবাদিপশুর সাথে সঙ্গম করতে পারে, এতে কোন পাপ তাকে স্পর্শ করবে না। তবে সঙ্গম শেষে প্রাণীটি খাওয়ার পক্ষে হারাম হিসেবে গণ্য হবে এবং প্রাণীটিকে হত্যা করতে হবে।

নিউজিল্যান্ডের শুল্ক বিভাগের দেয়া তথ্য মতে, অ্যালান সেইমোর গত বছর কয়েকটি চালানে প্রায় ২০ হাজারেরও বেশি ভেড়া নিউজিল্যান্ড থেকে শিপমেন্ট করেছে। কিন্তু কর্তৃপক্ষ সন্দেহ করছেন, আরও কয়েক লাখ ভেড়া নিউজিল্যান্ডের অন্যান্য অঞ্চল থেকেও পাঠানো হয়ে থাকতে পারে অন্য খামারিদের মাধ্যমে। এ সম্পর্কে তদন্ত চলমান আছে বলে জানা গেছে।
সূত্র: ওয়ার্ল্ড নিউজ ডেইলি রিপোর্ট

ad

পাঠকের মতামত