180309

এক বছরের বেশি বেকার থাকলে ভাতা : খালেদা

ক্ষমতায় গেলে এক বছরের বেশি বেকার থাকা শিক্ষিতদের বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

৭ নভেম্বর বিএনপির ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রবিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন।

খালেদা জিয়া আরও বলেন, শিক্ষিত বেকাররা যাতে চাকরি পায়, তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার ব্যবস্থা করবো। এসময় গ্রামের মানুষের জন্য গ্রামমুখী উন্নয়নের ব্যবস্থা করা হবে বলেও জানান সাবেক এই প্রধানমন্ত্রী।

 

সূত্র: লেটেস্টবিডিনিউজ

ad

পাঠকের মতামত