সে পিটিয়ে আমার গায়ে কালশিটে দাগ ফেলে দিত
রাজীব বিশ্বাসের সঙ্গে তাঁর বিয়ে ভাঙার কারণ নিয়ে আরও একবার মুখ খুললেন টলি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় |
কিছুদিন আগেই ‘রাজীবের জীবনে আমি ছাড়াও কমপক্ষে দশজন অন্য মেয়ে আছে’ বলে অভিযোগ করেছিলেন শ্রাবন্তী |
আর সম্প্রতি আরও এক ধাপ এগিয়ে তিনি জানিয়েছেন রাজীব নাকি নিয়মিত শারীরিক নিগ্রহ চালাতেন শ্রাবন্তীর ওপর!
প্রত্যেক দিন মদ্যপান করে বাড়ি ফিরেই বৌয়ের ওপর নাকি চড়াও হতেন রাজীব | আর তার সঙ্গে নাকি চলত অকথ্য গালিগালাজও!
রাজীব-শ্রাবন্তীর নয় বছরের ছেলে ঝিনুকের সামনেই দিনের পর দিন চলেছে এই ধরণের ঘটনা | যা কেবল মাত্র শ্রাবন্তীর ওপরেই নয় তাঁর ছেলের ওপরেও গুরুতর প্রভাব ফেলছিল |
ভয়ে ঝিনুক নাকি তার বাবাকে দেখলেই সিঁটিয়ে যেত | ফলে একরকম বাধ্য হয়েই ছেলেকে বাড়ির থেকে দূরে একটা হোস্টেলে পাঠিয়ে দেন শ্রাবন্তী |
‘বহুবার এমন হয়েছে যে রাজীব আমাকে মেরে ঠোঁট, মুখ ফাটিয়ে দিয়েছে | তার পরের দিনই ওই অবস্থায় শ্যুটিং করেছি’ | ‘ও মাই লাভ’ গানটার শ্যুটিং-এর সময়ও নাকি ঠিক এমনটাই হয়েছিল বলে সম্প্রতি এক ইন্টারভিউতে জানিয়েছেন নায়িকা |
এর জন্য সেটের লোকজনের নানা প্রশ্নেরও সম্মুখীন হতে হয়েছে তাঁকে | তবে মিথ্যে অজুহাত দিয়েই নাকি সেসব থেকে পার পেয়েছিলেন শ্রাবন্তী |
তবে এত অত্যাচার সহ্য করেও তিনি কিন্তু বিয়ে ভাঙতে চাননি প্রথমেই | তাঁর মতে, বিয়ে ভাঙতে চাইলে তো সঙ্গে সঙ্গেই ভাঙা যায়, ‘কিন্তু বাবা মায়ের সঙ্গে লড়াই করে পনেরো বছর বয়সে যার জন্য বাড়ি ছেড়েছি তাঁর সঙ্গে সম্পর্কটা এভাবে চুকে যাক আমি চাইনি’ |
কিন্তু ব্যাপারটা ক্রমে সহ্যের বাইরে চলে যাচ্ছে দেখে নাকি শেষমেশ ডিভোর্সের সিদ্ধান্তটা তিনি নিতে বাধ্য হয়েছেন | বর্তমানে কষ্ট হলেও ভবিষ্যতে হয়তো তাঁর জীবনে শান্তি ফিরে আসবে, এখন এই আশা নিয়েই আপাতত একাই পথ চলতে চান শ্রাবন্তী |