180023

রাতের বাতি নিভিয়ে মেতে উঠলেন নায়লা

‘দে নারে নিভিয়ে রাতের বাতি, আয়নারে দু’জনে আজকে মাতি’- সুদীপু কুমার দ্বীপের এমন কথার গানে নায়লাকে দেখা গেল রাতের বাতি নিভিয়ে দিতে। আগামী ৮ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র ‘চল পালাই’।

ছবিটি পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন নায়ক শাহ রিয়াজ, শিপন ও তমা মির্জা। ছবিতে একটি আইটেম গান থাকছে যেটায় দেখা যাবে নায়লা নাঈমকে।
এরই মধ্যে ছবির প্রচার শুরু হয়েছে অনলাইনে, নভেম্বর মাসজুড়েই চলবে প্রচারকাজ। ছবির বাকিকাজগুলো সম্পন্ন হচ্ছে। ‘চল পালাই’ এর আইটেম গানটির শুটিং শেষের মাধ্যমে ক্যামেরার কাজ শেষ হবে।

বুধবার রাজধানীর এফডিসিতে কড়ইতলায় এই গানের শুটিং শুরু হয়েছে। আজ বিকেলেও শুটিং চলবে। প্রথমদিনের শুটিংয়ে অনবদ্য নায়লাকে দেখা গেল।

আবেদনময়ী এ লাস্যময়ী ধরা দিয়েছেন নীলচে বসনে। গানের কথার মতোই যেন আবেদন, আলো আঁধারীতে দেখা যাচ্ছে তাঁকে। যেন রাতের বাতি নিভিয়ে মেতে উঠছেন নায়লা।
দেবাশীষ বলেন, আইটেম গান বাকি আছে। দুদিন শুটিং চলবে এফডিসির কড়ইতলায় সেট বানানো হয়েছে। সেখানেই শুটিং হচ্ছে। প্রথমদিনের কাজ ভালোভাবে শেষ করেছি। নায়লার পারফর্ম এক্সপেক্টেড ছিল। ছবির সাথে এই আইটেম গান সমন্বিত হয়ে দর্শকদের বিনোদিত করতে পারবে বলে মনে করছেন দেবাশীষ।

ad

পাঠকের মতামত