ভারতের নৃত্য পরিচালক বাবা যাদবসহ আটক ৪
ওয়ার্ক পারমিট ছাড়া অবৈধভাবে বাংলাদেশে কাজ করার কারণে ভারতের কলকাতার নৃত্য পরিচালক বাবা যাদবসহ চারজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে সুনামগঞ্জের তাহিরপুর থেকে তাদের আটক করে স্থানীয় থানার পুলিশ।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোড়ামন-২’ ছবির একটি গানের শুটিংয়ের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
এর পর তাদের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
তাহিরপুর থানার ওসি নন্দন কুমার ধর যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি, আমাদের এলাকায় একটি ছবির শুটিং হচ্ছে। সেখানে বিদেশি কয়েকজন নাগরিকও কাজ করছেন। সেখানে গিয়ে আমরা তাদের কাছে বাংলাদেশে কাজ করার অনুমতি আছে কিনা জানতে চাইলে তারা কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এর পর তাদের পরবর্তী নির্দেশনার জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়।’
উল্লেখ্য, পোড়ামন-২ ছবিটি পরিচালনা করছেন তরুণ পরিচালক রায়হান রাফি। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন- পূজা চেরি ও টিভি অভিনেতা সিয়াম।