179950

চেহারা দেখেই খুলে যাবে ফেসবুক একাউন্ট!

পাসওয়ার্ড ভুলে যাচ্ছেন বার বার। এখন কিন্তু সেই ঝামেলা থেকে আপনাকে মুক্তি দিতে চলেছে ফেসবুক। Tech Crunch এবং Matt Navarra-র পোস্ট থেকে জানা গিয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট ওপেনের জন্য ফেস রিকগনিশন টেকনোলজি নিয়ে আসছে ফেসবুক।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, যে ডিভাইস গুলিতে ইতিমধ্যেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা হয়েছে, সেই ডিভাইস গুলিতেই কাজ করবে এই ফেস রিকগনিশন। বর্তমানে নির্দিষ্ট কিছু গ্রাহক নিয়ে পরীক্ষা নীরিক্ষা চলেছে। যদি ফিচারটি বিশ্বাসযোগ্য হয়ে থাকে, তাহলে তা সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

তবে বলে রাখা ভাল, ফেসবুক এর বিশ্বাসযোগ্যতাটা কতখানি সেটা আগে ভাগেই যাচাই চলছে। স্ক্যানিং ফিচার্স ঠিকঠাক না হলে তো আবার অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি বাড়বে। কারণ অনেকে তো আবার গ্রাহকদের মুখের ছবি দিয়েও তাহলে স্ক্যান করে ফেলতে পারে। সে কারণেই একটু সময় নেওয়া হচ্ছে।

প্রাথমিক ভাবে যা জানা গিয়েছে, তা হল গ্রাহকরা তাঁদের মুখের সামনে ফোনটিকে ধরবেন। ফেসবুক অ্যাপ তাঁদের মুখমণ্ডল স্ক্যান করে ফেলবে। তারপর আপনার ওয়ালে থাকা ট্যাগড ছবি বা ভিডিওর সঙ্গে কমপেয়ার করবে, যদি মিলে যায় তাহলেই ওপেন হবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট।

তবে ফেসিয়াল রিকগনিশন টেকনোলজি ফেসবুকে যে একদম নতুন তেমনটা কিন্তু নয়। ট্যাগিং-এর সাজেশনের জন্য বেশ কয়েক বছর ধরেই এটি সেই রিকগনিশনের বিষয়টি কাজে লাগাচ্ছে। কেউ ফেসবুকে ছবি আপলোড করলে, ফেসবুক আপনাআপনি তা স্ক্যান করে ফেলে, বন্ধুদের প্রোফাইল থেকে তাদের ছবিও ডিটেক্ট করে ফেলে। সূত্র- টেলিগ্রাফ।

ad

পাঠকের মতামত