179847

‘দিদি ইলিশ মাছ আছে, তাড়াতাড়ি আসুন’

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে যৌথভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ আমন্ত্রণ জানান।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় ভৈরব রেল সেতু, তিতাস সেতু ও খুলনা-কলকাতা ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করেন।

ভিডিও কনফারেন্সের শেষে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, ‘দিদি ইলিশ মাছ আছে, তাড়াতাড়ি আসুন।’

আজ (বৃহস্পতিবার) প্রথম দিন কলকাতার কয়েকজন যাত্রী ও রেল কর্মকর্তাকে নিয়েই যাওয়া-আসা করবে ‘বন্ধন এক্সপ্রেস’। এ ছাড়া ১৬ নভেম্বর থেকে যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে এ ট্রেন।

ad

পাঠকের মতামত