179890

জানা গেল অবশেষে কে হচ্ছেন শাকিবের প্রিয়তমা !

শাকিব খান দীর্ঘ কয়েক বছর পর আবরও প্রযোজনায় ফিরেছেন। শাকিব খানের নতুন `প্রিয়তমা’ ছবির নায়িকা কে হবে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈচৈ শুরু হয়ে গেছে ইতোমধ্যে। এদিকে একটু আগে শাকিব খানের ফেইসবুক ফ্যান পেইজ থেকে জানা যায় ‘প্রিয়তমা’ চরিত্রে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ছোট পর্দার অভিনেত্রী মেহজাবিনের নাম।

টিভি নাটকের পর্দায় সময়ের অন্যতম জনপ্রিয় অভনেত্রী তিনি। সুদর্শনা আর স্লিম ফিগারের সুবাদে তাকে শাকিবের বিপরীতেও বেশ মানাবে বলেই মনে করছেন ভক্তরা।

অন্যদিকে বুবলীর নামও শোনা যাচ্ছে সমানতালে। শাকিবের সঙ্গে জুটি বেঁধে এরই মধ্যে চার বার তিনি পর্দায় এসেছেন। আরও একাধিক ছবির কাজ চলছে। অনেকে চাচ্ছেন এই জুটি যেন ‘প্রিয়তমা’ ছবিতেও কাজ করে।

আবার কেউ কেউ চাচ্ছে বাংলাদেশ ছাড়িয়ে কলকাতা থেকে নায়িকা নিতে। এর মধ্যে নাম উঠে এসেছে টালিগঞ্জের তরুণ অভিনেত্রী কৌশানী মুখার্জীর। মিষ্টি চেহারা আর গ্ল্যামার দিয়ে তিনি সেখানে বেশ ভালো অবস্থান তৈরি করেছেন। ব্যাটে-বলে মিলে গেলে শাকিবের বিপরীতে হয়ত তাকে দেখা যেতে পারে। দর্শকরা অপেক্ষায় আছে কে হবে শাকিবের প্রিয়তমা।

ad

পাঠকের মতামত