শাকিব-শুভ গেস্ট আর্টিস্ট, প্রধান নায়ক আজিজ!
ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। আরেক জনপ্রিয় নায়ক আরেফিন শুভ। সিনেমা হলগুলোতে শাকিব-শুভর দাপটে যখন কাঁপছে, ঠিক সেই মুহূর্তে নায়ক হিসেবে চলচ্চিত্রে আসার ঘোষণা দিলেন আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
ছবিটি পরিচালনার পাশাপাশি গল্পও লিখছেন জাজের কর্ণধার। জানা গেছে, ছবিরি নাম ‘আঁধার থেকে আঁধারে’। আগামী বছরের শুরুর দিকে শুরু হবে ছবিটির শুটিং।
সম্প্রতি ফেসবুক লাইভে এসে নতুন এ ছবির ঘোষণা দিলেন আবদুল আজিজ।
এ ছবিতে নায়ক হিসেবে আবদুল আজিজ থাকলেও ছবিটিতে ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান ও আরেফিন শুভও গেস্ট আর্টিস্ট হিসেবে অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি।
নায়িকা হিসেবে এ ছবিতে কে থাকছেন, এমন প্রশ্নের জবাবে আজিজ বলেন, ‘নায়িকা হিসেবে কোনো নতুন মেয়েকে নেয়া হবে। তবে এ ছবিটির গল্প লেখার সময় জাজের ঘরের নায়িকা ছিলেন মাহিয়া মাহি। তখন সেই সময় বলেছিলেন ছবিটির গল্পের নায়ক হিসেবে আপনাকে ডিমান্ড করে। সে যদি নায়িকা হতে চায় তা হলে সে হতে পারে।’
আপাতত গল্পের স্ক্রিপ্ট চলছে। আগামী বছরের শুরুতেই শুরু হবে শুটিং। নতুন নায়িকা নিলে তাকে অডিশনের মাধ্যমেই নেয়া হবে বলে জানিয়েছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ।
সূত্র: যুগান্তর