179816

রাজি হলেই মাহির নায়ক হচ্ছেন আব্দুল আজিজ

বিনোদন ডেস্ক : ঢালিউডের এ সময়ের আলোচিত প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। অনেকদিন ধরে শোনা যাচ্ছে, অভিনয়ে আসছেন তিনি। এবার দিলেন আনুষ্ঠানিক ঘোষণা। মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে নিজের অভিনয়ের কথা জানালেন আজিজ।

তিনি জানান, অনেকদিন আগেই ছবিটি করার কথা ভেবেছিলেন। নানা কারণে তা হয়নি। এবার নিজের গল্পে পরিচালনা করবেন আজিজ।

সিনেমাটির নাম ‘আঁধার থেকে আঁধারে’। দুই নায়ক রয়েছে গল্পে। আরেকজন নায়ক হতে পারেন ‘পোড়ামন টু’র সিয়াম আহমেদ। অতিথি চরিত্রে থাকতে সম্মতি জানিয়েছেন শাকিব খান ও জিৎ।

আজিজ আরো জানান, ‘আঁধার থেকে আঁধারে’র গল্পে একজন নায়িকার জার্নি দেখা যাবে। এর জন্য কম বয়সী নায়িকা লাগবে। নতুন বছরের শুরুর দিকে শুটিং শুরু হবে।

একজন প্রশ্ন করেন, সিনেমাটিতে মাহি থাকছেন কি-না। আজিজ জানালেন, এ বিষয়ে এখনো কিছুই ঠিক হয়নি। মাহি রাজি হলে হতেও পারে।

আরো জানালেন, মাহিও চেয়েছিলেন ‘আঁধার থেকে আঁধারে’র নায়ক হোন আজিজ।

এছাড়া জাজ মাল্টিমিডিয়ার নানা পরিকল্পনা নিয়ে কথা বলেন আজিজ। শুরুতে জানান ২০ মিনিট থাকবেন লাইভে, পরে তা গড়ায় ১ ঘণ্টার আড্ডায়।

ad

পাঠকের মতামত