179741

রাজধানীসহ সারা দেশে মৃদু ভূকম্পন অনুভূত

রাজধানীসহ সারা দেশে আজ বুধবার সকালে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ফাহিম আহমেদ জানান, বুধবার আনুমানিক বেলা ১১টার দিকে ভারতের ত্রিপুরায় ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পনের কারণে বাংলাদেশে কম্পন অনুভূত হয়।

 

তবে ভূমিকম্প কত সেকেন্ড স্থায়ী হয়েছিল জানতে চাইলে তিনি বলেন,তারা স্থায়ীত্ব নির্ণয় করেন না।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, সেখানেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
এসময় অনেকেই আতঙ্কে ভবন থেকে দৌড়ে রাস্তায় নেমে আসেন।

হবিগঞ্জ সংবাদদাতাও জানিয়েছেন, ১০টা ৫০ মিনিটে ভূকম্পন অনুভূত হয়েছে। সেখানেও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ad

পাঠকের মতামত