বিপিএলের প্রথম দুই আসরের পারিশ্রমিক এখনো পাননি বোপারা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে অনেকরকম অভিযোগ আছে। অভিযোগ আছে দলগুলোর মালিকদের নিয়েও। এবার তেমনই এক অভিযোগ করলেন ইংল্যান্ডের ক্রিকেটার রবি বোপারা।বোপারা একদম প্রথম আসর থেকে খেলছেন বিপিএলে। প্রথম দুই আসরে ছিলেন চিটাগং কিংসে। দাবী করলেন, সেই টুর্নামেন্টের পারিশ্রমিক এখনও তিনি বুঝে পাননি।
তিনি বলেন, ‘বিপিএলে আমার সবচেয়ে খারাপ সময় কেটেছে চিটাগং কিংসের এখনো ওদের কাছে অনেক পাওনা রয়ে গেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে অন্যরা ভালো হয়েছে।’ তবে, এখন পারিশ্রমিক পাওয়া নিয়ে সমস্যা অনেকটাই কেটে গেছে বলে জানালেন এই অলরাউন্ডার। একই সাথে বাংলাদেশ ক্রিকেটে বিপিএলের ইতিবাচক প্রভাবও দেখছেন তিনি।
বললেন, ‘এখন অনেক বিদেশি খেলোয়াড় আসছে, কারণ তারা এই লিগটাকে ভরসা করতে পারছে। প্রথম দুটি আসরের খুব দুর্নাম হয়েছিল। পাওনা পরিশোধে দেরি হতো। তবে এটা প্রতিবছরই কোনো না কোনো একটা দলে হয়। তবে এখন অবস্থা অনেক ভালো হয়েছে। এটার প্রভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের খেলোয়াড়দেরও মান বেড়েছে।’