179554

নাবিলাকে নিয়ে কেন এত মাথাব্যাথা, কে এই নাবিলা?


প্রেমিকার জন্য প্রেমিকের অনেক পাগলামির উদাহরণ রয়েছে। প্রেমিকার হলের সামনে সারারাত দাঁড়িয়ে থাকা।
প্রেমিকার বাসার সামনের দেয়ালে বিশাল করে লেখা ‘আই লাভ ইউ…’ কিংবা প্রেমিকার জন্য মধ্যরাতে ফোনে কথা বলতে বলতেই হোস্টেলের সামনে হাজির হয়ে যাওয়া এমন অনেক ঘটনাই শোনা যায়।

সম্প্রতি এমনই একটি ঘটনার সূত্রপাত ঘটে ‘সুবোধ’কে নিইয়ে। সুবোধ আসলে এই প্রশ্ন তৈরি হয়ে যায় ঢাকাবাসীরত মনে। প্রথমে মিরপুরের বেশ কয়েকটি গ্রাফিতি পাওয়া যায়। যেখানে এক তরুণের ছবি এঁকে লেখা ‘সুবোধ তুই পালিয়ে যা, সময় এখন পক্ষে না। ‘ ধীরে ধীরে এই গ্রাফিতি ঢাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। বিষয়টি এক সময় প্রশাসনের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ায়।

এই সুবোধের ভেতরে হুট করেই ঢুকে পড়েছে নাবিলা। নাবিলা একটি মেয়ের নাম।

 

কিন্তু কে এই মেয়ে? প্রশ্নটা এসেছে ফের ওই দেয়াল থেকে। এবার গ্রাফিতি নয়, পোস্টারে। ঢাকার বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানো হয়েছে যেখানে লেখা রয়েছে, ‘নাবিলা জানো? একজন মুমূর্ষু রোবটের জন্য রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ: N+’

কে এই নাবিলা সেটা এখন প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। কেন? কারণ আমরা ধাধা কিংবা রহস্য পছন্দ করলেও এসবের ভেতর খুব বেশিক্ষণ থাকতে পারি না। এটাই সমস্যা।

ad

পাঠকের মতামত