ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটস
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের শুরুটা ভালো হয়নি সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটসের। গতকাল শনিবার উদ্বোধনী ম্যাচেই নবাগত দল সিলেট সিক্সার্সের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছে বর্তমান চ্যাম্পিনদের।
নাসির হোসেনের সেই সিলেট আজ টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে।
অন্যদিকে ঘুরে দাঁড়ানোর মিশনে মাহমুদ উল্লাহ রিয়াদের দল খুলনা টাইটান্সের কাছে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে ঢাকা ডায়নামাইটস।
দুই দলই বেশ তারকাখচিত। ঢাকা ডায়নামাইটসে আছেন লঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারা, কায়রন পোলার্ড, আদিল রশিদ, সুনিল নারাইন, মোহাম্মদ আমিরের মত তারকারা। অন্যদিকে খুলনা টাইটান্সও দলে ভিড়িয়েছে অল-রাউন্ডার শাদাব খান, ক্রেইগ ব্র্যাথওয়েট, জুনায়েদ খান, ইমরান আলী, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেনের মত তারকাদের।