179354

রংপুর রাইডার্সের সামনে ১৫৫ রানের টার্গেট

বিপিএলের পঞ্চম আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে রাজশাহী কিংস। দলীয় ১২ রানেই মুমিনুল হককে (৯) রুবেল হোসেনের তালুবন্দী করেন সোহাগ গাজী।

এরপর ৪৯ রানের জুটি গড়েন লুক রাইট এবং রনি তালুকদার। রাইটকে ব্যক্তিগত ১১ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান নাজমুল ইসলাম। সহ অধিনায়ক মুশফিকুর রহিমও ১১ রান করে নাজমুলের দ্বিতীয় শিকার হন।
একপ্রান্ত আগলে ব্যাট চালিয়ে খেলছিলেন তরুণ রনি তালুকদার। মুশফিকের বিদায়ের পর মঞ্চে আবির্ভাব লঙ্কান গতিদানব লাসিথ মালিঙ্গার। তার বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন সামিট প্যাটেল (৩)। রনি তালুকদারকে বোল্ড করে দিয়ে হাফ সেঞ্চুরি বঞ্চিত করেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রনির ৩৮ বলে ৪৭ রানের ইনিংসে ছিল ৩টি চার এবং ২টি ছক্কা।

অধিনায়ক ড্যারেন স্যামি উইকেটে এসেই ধুমধারাক্কা ব্যাটিং শুরু করেন।

তার ১৮ বলে ১ চার ২ ছক্কায় ২৯ রানের ইনিংসটি শেষ হয় লাসিথ মালিঙ্গার বলে লিথের তালুবন্দী হয়ে। নতুন ব্যাটসম্যান ফরহাদ রেজা কোনো রান না করেই রান-আউট হয়ে যান। মেহেদী মিরাজ আর ফ্র্যাংকলিনের ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান তোলে রাজশাহী। শেষ বলে রান-আউট হয়ে যান মেহেদী মিরাজ।

ad

পাঠকের মতামত