জন্মদিনে যে দুই মানুষকে সবচেয়ে বেশি মিস করেন নায়িকা মৌসুমী
বাংলা ছবির প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। তার প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’।আজ এই নায়িকার শুভ জন্মদিন।
তবে দিনটি নিয়ে বিশেষ আয়োজনের ইচ্ছা নেই তার। একেবারেই পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে নিজের মতো করে আজকের দিনটি কাটাবেন তিনি।
মৌসুমি বলেন, ‘আজকের দিনটি একান্তই নিজের মতো করে কাটাতে চাই। আমার মা, স্বামী ওমর সানী, দুই সন্তান ফারদিন এবং ফাইজাহ- তাদের নিয়েই আমার মতো করে সময় কাটাব।’
তিনি আরও বলেন, ‘আজকের দিনে মান্না ভাই আর সালমান শাহ বেঁচে থাকলে আমার বিশ্বাস তারা দু’জনই আমার পাশে থাকতেন। তাদের সঙ্গে নিয়ে জন্মদিনে আমার খুব ভালো সময় কাটত। তাই বছরের বিশেষ এ দিনটিতে দু’জনকেই খুব মিস করি।’