179324

গাড়ির চাবি তুলে দিলেন শাকিব খান

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান মাঝে বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন। ভারতে ‘চালবাজ’ ছবির কাজে ব্যস্ত ছিলেন তিনি। বৃহস্পতিবার দেশে ফিরেছেন। আর শনিবার রাজধানীর ঈশা খাঁ হোটেলে মেট্রোসেম সিমেন্ট কোম্পানির একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন।
.
দুপুর দেড়টায় শাকিব ওই কোম্পানির ‘কার তুমি আমার’ অফারে অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রথম পুরস্কার হিসেবে একটা ব্র্যান্ড নিউ গাড়ির চাবি কুমিল্লার ফয়সালের হাতে তুলে দেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেনিফার ফেরদৌস।
আরো উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক ইকবাল, মেট্রোসেম সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, সিইও সাইফুল ইসলাম হেলালী ও বোর্ড অব ডাইরেক্টরসের সদস্যবৃন্দ।

শাকিব খান অনুষ্ঠান শেষে বলেন, ‘এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেশ ভালো লাগছে। আর মেট্রোসেম সিমেন্ট আয়োজিত এ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। চলচ্চিত্রেও স্পন্সর হিসেবে এই ধরনের কোম্পানিগুলোর এগিয়ে আসা উচিত।’
মেট্রোসেম সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘আমরা বিজ্ঞাপনের পাশাপাশি চলচ্চিত্রেও সামনে পৃষ্ঠপোষকতা করব। আর শাকিব খান অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবার জন্য তাকেও আন্তরিক ধন্যবাদ।’

ad

পাঠকের মতামত