179191

মেয়ে ভক্ত নিয়ে যা বললেন তাসকিন

দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরেই নিজের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বাংলাদেশ দলের অন্যতম পেসার তাসকিন আহমেদ। আকস্মিক বিয়ের পরই সরগরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া।

এতে হতাশ হয়েছেন তাসকিনের অনেক মেয়ে ভক্ত। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পেসার তাসকিন আহমেদ বলেন, ‘আমি তাসকিন আহমেদ হবার পর এতো মেয়ে ভক্ত হয়েছে, কিন্তু ও (নাঈমা) আমার সাথে আছে আমি তাসকিন হবার অনেক আগে থেকেই। ও আমার সাথে আছে ৭ বছর থেকে…আমার তারকাখ্যাতি হবার বহু আগে থেকে…’

মঙ্গলবার সন্ধ্যায় দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় জাতীয় দলের অন্যতম পেসার তাসকিনের। আকস্মিক বিয়ের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা গুঞ্জন। অনেকেই তাসকিনের বিয়ে যেন মেনে নিতেই পারছিলেন না।

উল্লেখ্য, তিন ফরম্যাটে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এখনো পর্যন্ত মোট ৬২টি উইকেট শিকার করেছেন এই গতি তারকা। যার মধ্যে সর্বোচ্চ ৪৫টি উইকেট এসেছে ওয়ানডেতে আর টেস্ট ও টি-টোয়েন্টিতে তিনি প্রতিপক্ষের ব্যাটসম্যানকে সাজঘরের পথ ধরিয়েছেন যথাক্রমে ৭ ও ১০বার।

ad

পাঠকের মতামত