‘আমার নায়ক একজন না, দুজন’
বিনোদন ডেস্ক : লম্বা বিরতি শেষে আবারো নতুন ছবির কাজে ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল নতুন ছবিতে অপু বিশ্বাসের নায়ক ডি এ তায়েব। ছবির নাম ‘কাঙ্গাল’। ছবিটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন।
অপু বিশ্বাস এ প্রসঙ্গে বলেন, এ ছবিতে আমার নায়ক একজন না দুজন। ডিএ তায়েব একা নন এ ছবিতে বাপ্পিও আমার বিপরীতে অভিনয় করবেন।
বলতে গেলে ত্রিভুজ প্রেমের ছবি এটি। এক মাস হাতে সময় আছে আমার। এরমধ্যে নিজেকে গুছিয়ে নিয়ে নতুন ছবির কাজ শুরু করতে চাই।
আশা করি, ভালো একটি কাজ হবে এটি। জানা যায়, কাশেম আলী দুলালের চিত্রনাট্যে ‘কাঙ্গাল’ ছবির গল্পটি তিন শীর্ষ সন্ত্রাসীকে ঘিরে। যেখানে ডিএ তায়েব-অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করবেন বাপ্পী চৌধুরী, মিশা সওদাগর, আনোয়ারা বেগম, অরিন প্রমুখ। গত ঈদে ‘সোনা বন্ধু’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ছোট পর্দার অভিনেতা ডিএ তায়েবের।
সেটির রেশ ধরে ‘কাঙ্গাল’ ছাড়া আরও দুটি নতুন ছবির কাজ করবেন তায়েব। এরমধ্যে রয়েছে নার্গিস আক্তারের ‘দরদী’ ও মনির সিদ্দিকীর ‘পথের মানুষ’। প্রসঙ্গত, শাকিব-অপু জুটির মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’। জুটি হিসেবে বেশ প্রশংসা অর্জন করেন তারা। ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত যারা টানা ৭০টির বেশি চলচ্চিত্রে (মুক্তিপ্রাপ্ত) জুটি বেঁধে কাজ করেছেন।
অপু বিশ্বাস মাঝে কয়েকদিন আব্দুল মান্নানের ‘পাঙ্কু জামাই’ ছবির কাজ করেন। এ ছবিতেও অপু বিশ্বাসের নায়ক শাকিব খান। তবে দীর্ঘ সময় পর তার নায়ক পরিবর্তন হচ্ছে। এবার ‘কাঙ্গাল’ ছবিতে তার নায়ক হিসেবে কাজ করবেন ডিএ তায়েব ও বাপ্পি চৌধুরী।