179063

সন্ধ্যায় বউ সাজবেন অপু

চিত্রনায়িকা অপু বিশ্বাসকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেখা যাবে বধূ সাজে। শুধু অপু নন, অভিনেতা নিলয়, অভিনেত্রী শখ, সুজানাকেও দেখা যাবে বউ সাজতে। সন্ধ্যায় প্রেম কালেকশনের একটি ‘ওয়েডিং শো’তে অংশ নিচ্ছেন তারা।

অপু বিশ্বাস বলেন, রাত ৮টায় গুলশানে এই শো’টি হবে। বিকেল ৫টা থেকে নিজেকে বধূ সাজাতে ব্যস্ত হয়ে যাবো। প্রেম কালেকশানের এই শো’তে বাংলাদেশের আরো কয়েকজন শোবিজ তারকা অংশ নিবেন। আশা করছি ভালো একটি শো হবে।

আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে ২০০৫ সালে অভিনয় ক্যারিয়ার শুরু। পরবর্তীতে এক যুগেরও বেশি সময় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। ব্যক্তিজীবনে তারা স্বামী-স্ত্রী। তাদের সংসারে রয়েছে আব্রাম খান জয় নামের একটি ছেলে।

ad

পাঠকের মতামত