179021

৫৫ মিনিট হেটেই ঘুরে দেখতে পারেন যে দেশ!

পৃথিবীটা বড়ই বিচিত্র। বিচিত্র সব দেশ। কোন কোন দেশ বিশাল। আবার কোন কোন দেশ অনেক ছোট। কোন কোন দেশে ঘণবসতিপূর্ণ। আবার কোন কোন দেশে জনসংখ্যা খুবই কম। আজকে জুমবাংলার পাঠকদের জন্য এমন এক দেশের কথা শেয়ার করবো যে দেশ আপনি পায়ে হেটে মাত্র ৫৫-৫৬ মিনিটে ঘুরে দেখতে পারবেন। বলছিলাম বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকোর কথা।

এই দেশে জনসংখ্যা মাত্র ৩৮,৪০০ (২০১৫ সালে হওয়া জনগণনা অনুযায়ী)। যদিও আয়তনের তুলনায় এ দেশের জনঘনত্ব অনেকটাই বেশি সেই দিক থেকে এই দেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। মোনাকোর বাসিন্দারা সারা দিনে দেশকে একবার নয়, অনেকবারই ঘুরে আসেন! এই দেশে দরিদ্র লোক নেই। সবাই অনেক ধনী। প্রাকৃতিক সৌন্দর্যের এই অপরুপ দেশ চাইলে আপনি ঘুরে আসতে পারেন।

ফ্রান্সের একেবারে পাশে অবস্থিত এই দেশ । ফ্রান্স ঘিরে রেখেছে দেশটির তিনদিক। আর অন্য পাশে রয়েছে ইতালি । মোনাকো ছোট্ট একটি দেশ হেটেই যখন এই দেশ ঘুরে আসতে পারেন তাই আপনি ঘুরে আসতে পারেন এই দেশ। এছাড়া প্রতিবছর অসংখ্য পর্যটকের ভিড় করে এই দেশে।

ad

পাঠকের মতামত