কত বছর প্রেম করেছেন তাসকিন-নাঈমা?
দীর্ঘ ৭ বছরের বন্ধুত্বের পর বিয়ের পিড়িতে বসেছেন জাতীয় দলের তরুণ পেস বোলার তাসকিন আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন হলে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
জানা গেছে, কনে রাবেয়া নাঈমা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)’এ অর্থনীতিতে স্নাতক করছেন। তাসকিনও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সাত বছরে ধরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। তাদের দু’জনের বাসাই মোহাম্মদপুরে।
বিয়ের অনুষ্ঠানে তাসকিন আহমেদের নিকটাত্মীয় ছাড়াও জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে তাসকিনের বাবা গণমাধ্যমকে বলেন, ‘তাসকিন দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগেই বিয়ের সব কিছু গুছিয়ে গিয়েছিল। তাই হুট করে বিয়ে হয়নি। তাসকিন আর রাবেয়া একে অপরকে পছন্দ করে। গত বছর তাদের বাগদানও হয়েছে। বিপিএলের আগে তাসকিনকে চিটাগং ভাইকিংস দলে যোগ দিতে হবে। তাই দ্রুত বিয়ের কাজটা শেষ করতে হয়েছে।’